চিত্রকলা দিয়ে শুরু হয়ে, আলোকচিত্রে এসে থেমে যায়। আলোকচিত্রে যখন পুরো আটকে যাই, তখনই দূর্ঘটনা আর ভুল চিকিৎসার কারনে জীবনের পুরো চলাচলটাই থেমে যায়।
কিন্তু আমি থামিনি। শুরু করি ছোটবেলায় কাটানো নানা রকম হাতের কাজ করে।সেখান থেকেই আবার নতুন করে হস্তেশিল্পের প্রতি ব্যস্ত হয়ে পড়ি। সাথে সাথেই ভাবতে থাকি, ভবিষ্যতে আগের মতো হয়তো আর আলোকচিত্রে কাজ করা হবে না।
ফেলে দেওয়া জিনিস দিয়েই তার আবার নতুন করে ব্যবহার উপযোগী করা। সেখান থেকেই আসে পুরোনো আর বাতিল হয়ে যাওয়া কাগজ দিয়ে ঘরের আসবাব থেকে পরিধেয় গহনা বানালাম।
পাশাপাশি কুশিকাটার কাজ, যা বলা যায়, একবারেই হারিয়ে গেছে। বর্তমান সময়ে আমরা সব মেশিনে তৈরীর সোয়েটার-শাল ইত্যাদি ব্যবহার করছি। তাতে করে সময় এবং খরচটাও কমে গেছে। কিন্তু হাতে তৈরী কুশিকাটার সোয়েটা,শাল কিংবা টুপি বানাতে সময় কিছুটা ব্যয় হলেও তার মধ্যে আলাদা একটা অনুভুতি পাওয়া যায়।